menu
স্বল্প পুঁজিতে ফুটপাতে ব্যবসা করে লাভবান হচ্ছে সাধারণ ব্যবসায়ী
24
views
স্বল্প পুঁজিতে ফুটপাতে ব্যবসা করে লাভবান হচ্ছে সাধারণ ব্যবসায়ী

শীতের এই মৌসুমে ব্যবসা-বাণিজ্য ভালো থাকে তাই অনেকে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শহরে গিয়ে ব্যবসা শুরু করেন বর্তমান সময়ে ফুটপাত ব্যবসা সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ ফুটপাতে কাউকে ভাড়া দিতে হয় না কম পুজিতে ব্যবসা করে লাভবান হওয়া যায় কোনরকম কোন ঝামেলা ছাড়াই ফুটপাতে ব্যবসা দিতে গেলে কোনরকম কোন কাগজপত্র করতে হয় না ট্রেড লাইসেন্স করতে হয় না তাই অনেকেই ঢুকছেন ফুটপাত ব্যবসায় বর্তমান সময়ে ঢাকা শহরের বিভিন্ন অলিগুড়িতে ফুটপাত ব্যবসা দিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক সাধারণ ব্যবসায়ী তবে ব্যবসায়ীরা জানান ব্যবসা করে স্বাবলম্বী হলেও সরকারি কিছু কর্মকর্তার কারণে ব্যবসা সুন্দরভাবে করা যায় না কিছুদিন পর পর আমাদের ফুটপাতের ব্যবসা উঠিয়ে দেয় এবং আমাদের সবকিছু নিয়ে চলে যায় এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয় আমাদের মালামাল নিয়ে সবসময় ব্যবসা করতে পারলে ফুটপাতে ব্যবসা করে আমরা আরো লাভবান হতে পারতাম এমনটাই জানান ফুটপাত ব্যবসায়ীরা.

Admin
Official Verified Account

Nabinagar Tv - News Desk


You may also like