views
শাকিব খান অপু বিশ্বাস এক সময়কার জনপ্রিয় নায়ক এবং নায়িকা ছিলেন বাংলা ছবির কথা আসলে শাকিব খানের নাম এবং অপু বিশ্বাসের নামটি সবার আগে চলে আসতো আগের সময়কালের সিনেমা গুলোতে সব সময় নায়ক হিসেবে শাকিব খানকে দেখা যেত এবং নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে দেখা যেত তবে দীর্ঘদিন সিনেমা করার ফলে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্ক রূপান্তরিত হয় প্রেমে প্রেম থেকে হয়ে যায় বিয়ে থেকে হয়ে যায় সন্তান এভাবে তারা এখন বিবাহ জীবনে আবদ্ধ রয়েছে তবে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সাথে এখন বেশি একটা মিল দেখা যায় না যে যার মত করে কাজ করে যাচ্ছে একে অপরের সাথে কোন রকম যোগাযোগ করছে না ছেলের জন্য কিছুটা যোগাযোগ থাকলেও তেমন করে তাদের মধ্যে বেশি একটা যোগাযোগ হয় না তবে অপু বিশ্বাস জানান একসময় শাকিব খান আমাকে সব থেকে বেশি ভালোবাসতো এবং আমার পিছনে ঘুরতো.