28
views
views
আজকের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কিনা আবহাওয়া অফিস
আজকের আবহাওয়া কেমন থাকবে আমরা অনেকে রয়েছি জানতে চাই কারণ বর্তমান সময়ের শীতকাল নেমে এসেছে কিছুদিন শীত এবং গরম মিলিয়ে দিন কাটতো প্রথম বছরের প্রথম এক তারিখ থেকে ভারী শীত পড়েছে বিভিন্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে বাড়ি ঘন কুয়াশা এবং শীত পড়েছে তবে যতটুকু জানা যায় আবহাওয়া অফিস থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে সারাদিন কুয়াশা টাইপ থাকতে পারে রোদ না ওঠার সম্ভাবনাই বেশি ঢাকা কুমিল্লা আরও কিছু অঞ্চলেও কুয়াশা রয়েছে এখন পর্যন্ত রোদ ওঠেনি এবং আজকে রোদ না ওঠার সম্ভাবনাটাই সব থেকে বেশি তবে এই শীতে সবাইকে শীতের পোশাক পরিধান করে ঘর থেকে বের হওয়ার বার্তা দিয়েছেন আবহাওয়া অফিস কারণ এই শীতে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে তবে আবহাওয়া অফিস জানান রোদ না উঠলেও বৃষ্টি হবে না.