43
views
views
![মুখের ব্রণ সারিয়া তুলতে করতে হবে এ কয়টি কাজ](https://nabinagartv.com/upload/media/posts/2024-12/24/মুখের-ব্রণ-সারিয়া-তুলতে-করতে-হবে-এ-কয়টি-কাজ_1735038566-b.jpg)
মুখের ব্রণ সারিয়া তুলতে করতে হবে এ কয়টি কাজ
মুখের ব্রণ হওয়াটা যেন এখন দিন দিন বেড়েই চলেছে ছেলে কিংবা মেয়ে সবার মুখেই কিছু না কিছু ব্রণ হয়ে থাকে যেটা এক ধরনের গোটা হয়ে থাকে এই ব্রণগুলো সাধারণত মুখে হয়ে থাকে যা কিনা একটি সুন্দর মুখ কে সুন্দর করে তুলে এবং কিছুদিন পর এই গোটা গুলি পেকে যায় তারপর অনেকে রয়েছে যারা কিনা হাতের নখ দিয়ে এ গুঁটা গুলো চিমটিয়ে ছিড়ে ফেলেন এতে রক্ত আসে এবং কিছুদিন পর কালো হয়ে যায় এভাবে মুখ আস্তে আস্তে নষ্ট হতে থাকে তাই আপনার এই মুখের ব্রণ কমাতে করতে হবে কিছু কাজ যেমন প্রতিদিন শোয়ার আগে ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিবেন এবং আপনি তৈলাক্ত কোন জিনিস আপনার মুখে ব্যবহার করবেন না আপনার মুখটি সবসময় পরিষ্কার রাখবেন এবং প্রতিনিয়ত স্বাভাবিকভাবে ঘুমাবেন রাত জাগবেন না এই অভ্যাস গুলো আপনি পরিবর্তন করলে আস্তে আস্তে আপনার মুখের এই ব্রণ কমে যাবে.