50
views
views
আজকের আলুর দাম কেন এত কমে গেল
আলু বাংলাদেশের মানুষের কাছে অন্যতম একটি সবজি যে কোন সবজি রান্না বান্নার সময় আলো সবজিতে না দিলে যেন বাংলার মানুষের জন্য চলে না তাই যেকোন সবজি রান্না করার আগে আলো দিয়ে তারপর সবজি রান্না করে থাকেন তবে বাংলাদেশের বাজারে আলুর দামের ঊর্ধ্ব গতির কারণে অনেকেই অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন বিগত কিছুদিন আগে ১০০ টাকার উপরেও আলুর দাম চলে গিয়েছিলেন তবে শীত আসতে না আসতেই বিভিন্ন দেশ থেকে আলো আমদানি করার কারণে হঠাৎ করে আলুর দাম নেমে এলো কেজি প্রতি 30 টাকায় এতে খুশি সাধারণ মানুষ.