menu
তাহসান রোজাকে আদর করায় লাইভে এসে কান্নাকাটি করলেন মিথিলা
14
views
তাহসান রোজাকে আদর করায় লাইভে এসে কান্নাকাটি করলেন মিথিলা

তাহসান এবং মিথিলাকে আমরা কম বেশি সবাই চিনি দীর্ঘ অনেক বছর যাবত ধরে কারণ তারা একসময় স্বামী স্ত্রী ছিলেন এবং খুব ভালো প্রেমিক এবং প্রেমিকা ছিলেন তারা প্রেম করে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলেন এই দুই অভিনেতা তবে তাহসান মিথিলাকে অনেক বেশি ভালোবাসলেও মিথিলা হাসানকে মন থেকে ভালোবেসে উঠতে পারেননি তাই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং তারা তাদের মত করে সেপারেট হয়ে যায় তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে সে মেয়ে সন্তানকে রেখে মিথিলা শ্রীজিৎ নামে একটি ব্যক্তিকে বিয়ে করে ফেলেন তাহসান দীর্ঘদিন যাবত বিয়ে না করলেও এবার রোজা নামক একটি মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করার কিছু চমৎকার দৃশ্য যেখানে দেখা যায় রোজাকে এবং কপালে চুমু দিচ্ছে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি হয়ে যায় তারপর এই ছবিগুলো যখন মিথিলার সামনে আসে তখন মিথিলা লাইভে এসে কান্নাকাটি করে এমনটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া.

Admin
Official Verified Account

Nabinagar Tv

You may also like