24
views
views
যে কারণে বিয়ে করতে পারছি না অভিনেতা মারজুক রাসেল
মারজুক রাসেল কে আমরা কম বেশি সবাই চিনি ব্যাচেলার পয়েন্ট নাটক দিয়ে তার সব থেকে জনপ্রিয়তা পেয়েছে তিনি একজন লেখক এবং বইপ্রেমী এবং তিনি অভিনয় করতে খুব ভালোবাসেন তাই তিনি ব্যাচেলার নাটকে যোগদান করেন ব্যাচেলার নাটকটি দিয়ে অভিনয় করে দর্শকের মন করে নিয়েছে বার যুগ রাসেল তবে মারজুক রাসেলের বয়স অনুযায়ী বর্তমান সময়েও মারজুক রাসেল বিয়ে করেননি তার সমবয়সী সবাই বিয়ে করে ফেলেছেন এমনটাই জানা যায় তবে অনেকে বলাবলি করছে সোশ্যাল মিডিয়াতে মারজুক রাসেলের সমস্যার কারণে বিয়ে করতে পারছেন না তবে মারজুক রাসেল এ বিষয়ে কোন কিছু জানার নেই তবে যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় যখন ভালো লাগবে তখনই বিয়ে করব পছন্দের মানুষ এখনো খুঁজে পাইনি কোন সমস্যা নেই বিয়ে করার মত সঠিক সময় পেলে অবশ্যই বিয়ে করবো জানালেন মারজুক রাসেল.