26
views
views
ভোট দেওয়ার বয়স ১৭ দিলে কেমন হয় জানতে চান ডঃ ইউনুস
ডঃ ইউনুস কে আমরা কম বেশি সবাই চিনি তিনি একজন জনপ্রিয় ব্যক্তি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সব দেশেই তার সুনাম রয়েছে পৃথিবীর মধ্যে নোবেল বিজয়ের মধ্যে অন্যতম ব্যক্তি হিসেবে বাংলাদেশের এই সুনামধন্য ব্যক্তি রয়েছেন যার নাম ডঃ ইউনুস তিনি নোবেল বিজয় হয়েছেন আওয়ামী লীগ সরকার আমলে ভোট অধিকার ছিলনা তাই এ বিষয়ে কোন রকম কোন কিছু বলাও যেত না তবে এবার ডঃ ইউনুস 17 বছর হলেই ভোট দিতে পারবে এমনটার পক্ষে ডঃ ইউনুস নোবেল বিজয়ী অনুষ্ঠান ১৭ বছর হলেই ভোট অধিকার পেয়ে যাবেন এবং আপনার মন ইচ্ছামত ভালো মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে পারেন এমনটাই জানান জানান ডঃ ইউনুস তবে ডঃ ইউনুস জানান আমার মত আসল সিদ্ধান্ত নয় জনগণের সিদ্ধান্ত নিয়েই 17 বছরে ভোট দেওয়ার পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা হবে.