views
দেবরাকোন্ডা এবং অভিনেত্রী রাস্মিকা কে আমরা কমবেশি সবাই চিনি তাদের অভিনয়ের কারণে দেবরাকোন্ডা কিছুদিন আগেও একটি নতুন সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন যার নাম লাইগার সিনেমাটির দর্শকের মন কেড়ে নিয়েছে কেমন করে বর্তমান সময়ে Pushpa 2 সিনেমাটি উপহার দিয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী যার নাম রাস্মিকা তবে বর্তমান সময়ে পুষ্পা টু সিনেমাটি শেষে নিজেকে একটু আনন্দ দিতে ভিন্ন দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাই এয়ারপোর্টে চলে যান সেখানে দেবরাকোন্ডা এর সাথে দেখা হয়ে যায় রাশ্মিকার তখন হঠাৎ করে দেবরাকোন্ডা রাস্মিকাকে জিজ্ঞেস করেন তুমি কোন দেশে ট্যুর দিতে যাচ্ছ থাইল্যান্ড বলার সাথে সাথে দেবরাকোন্ডা ও জানান থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে তাই একই সাথে যাওয়ার প্রস্তাব দিলেন দেবরাকোন্ডা তাই হঠাৎ রাইসমিকা একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন তারপর সবকিছু বাদ দিয়ে একসাথে পড়ে গেলেন এই দুই তারকা.