76
views
views
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল চুরি দেখতে মানুষের ঢল
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটি থানা নবীনগর থানায় অনেক ঘটনা ঘটলেও বর্তমান সময়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা মোবাইল চুরি নিয়ে ঘটে গেল এক ঘটনা নবীনগরের এক ব্যক্তির একটি মোবাইল চুরি হয় সে চুরির পরিপ্রেক্ষিত ঘটে একজনের মৃত্যু তবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাড়ির মানুষ বলছেন নিজে নিজে এই মৃত্যু ঘটেনি কোন এক অসৎ গোষ্ঠী আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে তা নিয়ে নবীনগর থানায় সাধারণভাবে জিডি করার পর বিষয়টি খতিয়ে দেখবেন নবীনগর থানার পুলিশ সদস্যরা তবে এই মৃত্যুটি অনেকেই কৌতুহল মনে করছেন এবং দূর দূরান্ত থেকে মোবাইল চুরি নিয়ে মৃত্যু ঘটল এ বিষয়টি দেখতে আসছেন দূর দূরান্তর আত্মীয়-স্বজন.