369
views
views
ফেসবুকের ১০ লাখ টাকা ইনকাম চলে গেল ফুড আপপীর
ফুড আপ পিকে আমরা কম-বেশি সবাই চিনি কারন এই ফুড আপপী কিছুদিন পরপর তার কথাবার্তা নিয়ে আলোচনা এবং সমালোচনায় আসেন কিছুদিন আগেও তার প্রথম স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছেন তারপর তার ফেসবুক থেকে ইনকাম করা নিয়ে তিনি লাইভে এসে বলেন তুমি যে মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছো সেই মেয়েটা এখন ফেসবুক থেকে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে এভাবে একটি বক্তব্য দেন facebook লাইভে এই ফুড আপপী.
তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফুড আপপীর facebook পেজে 15 মিলিয়ন ফলোয়ার ছিল কোন না কোন ভাবে এই ১৫ মিলিয়ন এর ফেসবুক পেজটি গায়েব হয়ে যায় তারপর থেকে এই ভাইরাল ব্যক্তি যার নাম ফুড আপপী তার ফেসবুক থেকে প্রতিমাসে ১০ লাখ টাকা ইনকাম করা বন্ধ হয়ে যায় তারপর অনেকেই বলাবলি করে কোন সময় বড় কথা বলতে নেই কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না তেমনটাই হলো এই ফুড আপপীর.