menu
মিথিলাকে আর ভালো লাগেনা জানালেন সুজিত
3
2
12,066
views
মিথিলাকে আর ভালো লাগেনা জানালেন সুজিত

সুজিত এবং মিথিলাকে আমরা কম বেশি সবাই চিনি সুজিত হচ্ছেন ইন্ডিয়ান একজন বাসিন্দা বর্তমান সময়ে সুজিত ইন্ডিয়াতে বসবাস করেন এবং তার স্ত্রী মিথিলা তিনি একজন বাংলাদেশী আমরা সবাই জানি একসময় তাহাসানের স্ত্রী ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী যার নাম মিথিলা তার একটি কন্যা সন্তান রয়েছে সেই সন্তানকে রেখে বাংলার জনপ্রিয় গায়ক তাহসানকে ছেড়ে চলে গেলেন ইন্ডিয়ান এক ডিরেক্টর এর কাছে যার নাম সুজিত.

তবে এবার সুজিতের সাথেও মিলছে না মিথিলার জীবন তাহলে কি এবারও সুজিতকে ছেড়ে চলে যাবেন মিথিলা এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলাবলি করছেন সুজিত এর থেকে তাহসান হাজার গুনে ভালো ছিল তাহসান অনেক স্মার্ট ছিল অনেক ভদ্র এবং খুব ভালো একজন মানুষ ছিল যার কথাবার্তা শুনলেই বুঝা যায় খুব ভালো থাকতো এমনটাই আশা করছেন নির্জনরা তবে এছাড়া অনেকেই বলাবলি করছেন সুজিত এর আর ভালো লাগছে না মিথিলাকে তবে এ বিষয়ে সুজিত এখনো কোন অফিসিয়াল ফেসবুকে কোন কিছু জানায়নি.