194
views
views
খেলার অর্থ দিয়ে আমার সংসার চলে
রাজনীতি আমার পেশা না, ক্রিকেট হচ্ছে আমার পেশা।ক্রিকেট খেলি সংসার চালানোর জন্য,আর রাজনীতিতে এসেছি মানুষের উপকারের জন্য।
খেলার অর্থ দিয়ে আমার সংসার চলে। তাই পায়ে ব্যথা থাকলেও আমি খেলি। সে জন্য খেলা ছাড়ি না। খেলা শেষে ব্যবসা করব। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তা আমার নেই।
মাশরাফি বিন মুর্তজা