menu
ঈদের দিন রোদ নাকি বৃষ্টি থাকবে যা জানালো আবহাওয়া অফিস
219
views
ঈদের দিন রোদ নাকি বৃষ্টি থাকবে যা জানালো আবহাওয়া অফিস

বাংলাদেশে কালকে মুসলমানদের জন্য খুব  খুব আনন্দের একটি দিন কারণ কালকে বাংলাদেশে মুসলমানদের জন্য কোরবানির ঈদ এই দিনে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কোরবানি করে থাকেন এবং কোরবানির ঈদ খুশিতে আনন্দে সময় পার করেন.

ঈদের দিন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সবাই যেন নিশ্চিন্তে ঈদের দিন কোরবানির সকল কর্মকান্ড করে যেতে পারবে খুব সহজে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে যেন মানুষের একটু কষ্ট হয়ে দাঁড়াবে কারণ কোরবানির দিন অনেকগুলো গরু জবাই গরু নিয়ে একটু সমস্যায় পড়তে হয়.

তবে আবহাওয়া অফিস জানিয়েছে কাল ঈদের দিন দিনের বেলায় আবহাওয়া কিছুটা খারাপ থাকতে পারে রোদ নাও উঠতে পারে কিছুটা বৃষ্টি আসলেও আসতে পারে তবে আবহাওয়া অফিস জানান এভাবে আরও দুদিন থাকবে বর্তমান সময়েও আমরা গুগলে আপডেট দেখতে পেয়েছি আবহাওয়ার নিচে আপনাদের সুবিধার্থে google এ আবহাওয়ার কালকের আপডেটের ছবি দেওয়া হল.