menu
হিজড়া হয়ে ভাইরাল হতে চাই না জানালেন ফজলুর রহমান বাবু
3
3
268
views
হিজড়া হয়ে ভাইরাল হতে চাই না জানালেন ফজলুর রহমান বাবু

বর্তমান সময়ে যৌবন এর একটি নাটক ভাইরাল হয়েছে তার অভিনয়ের কারণে যৌবনকে আমরা কম বেশি সবাই চিনি তিনি নাটকের খুব জনপ্রিয় একজন অভিনেতা তার নাটক আমরা অনেকেই দেখেছি কারণ তিনি বর্তমান সময়ে নাটক জগতে অনেক ভালো ভালো অভিনয় করে যাচ্ছেন তবে এবার একটি হিজরার অভিনয় করতে গিয়ে নিজের অজান্তেই ভাইরাল হয়ে গেলেন নেট দুনিয়ায়.

যৌবন জানান আমি একজন অ্যাক্টর আমার কাজ শুধু অভিনয় করা তবে আমার ডিরেক্টর যে অভিনয় করতে বলেছে আমি সেভাবে অভিনয় করেছি বিষয়টা ভালো করে খেয়াল না করে অভিনয় করায় এই বিষয়টাই সম্মুখীন হতে হচ্ছে কারণ দর্শক এভাবে আমার নাটকটি অপছন্দ করবে তা আমি কখনোই বুঝতে পারিনি তবে এত সমালোচনার কারণে যৌবনের নতুন নাটকটি youtube থেকে সরিয়ে ফেলেছে youtube কর্তৃপক্ষ তবে বর্তমান সময়ে নাটকের আর একজন জনপ্রিয় অভিনেতা যার নাম ফজলুর রহমান বাবু তিনি জানান নিজেকে হিজরা সেজে ভাইরাল করতে চায় না সম্মান নিয়ে সম্মানের জায়গায় থাকতে চাই.