menu
এমভি আবদুল্লাহ জাহাজ থেকে যত কোটি টাকা পেল
255
views
এমভি আবদুল্লাহ জাহাজ থেকে যত কোটি টাকা পেল

এমবি আব্দুল্লাহ জাহাজ নিয়ে বর্তমান সময়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে কারণ এমডি আব্দুল্লাহ জাহাজটি গত দুদিন আগে জলদস্যুর হাতে অ্যাটাক হয়েছে এবং এই এমবি আব্দুল্লাহ জাহাজটিকে কিছু অসাধারণ লোক সমুদ্রে আটক করে তারপর কিছু জলদস্যু এমবি আবদুল্লাহ জাহাজে উঠে যায় তারপর জাহাজে থাকা সবাইকে আটক করে মুক্তিপণ দাবি করে জাহাজের কর্তৃপক্ষ কাছে।

তবে ইতিমধ্যে শোনা যাচ্ছে জাহাজের কর্তৃপক্ষ মুক্তিপণ দিবেন না হলে জ্বলতো সূরা জানান জাহাজে যত কোটি টাকার মাল রয়েছে সব তাদের আস্তানায় নিয়ে যাবে তবে এখন পর্যন্ত এরকম কোন কাহিনী ঘটেনি যতটুকু জানা যায় এ জাহাজটিকে উদ্ধার করার জন্য মুক্তিপণ দিতে রাজি জাহাজ কর্তৃপক্ষ তবে যতটুকু জানা যায় জলদস্যুরা জাহাজ কর্তৃপক্ষের কাছে 50 কোটি টাকা দাবি করেছেন জাহাজ কর্তৃপক্ষের কাছে।