318
views
views
এই প্রাণী যে কারণে দেখার সাথে সাথে জানাতে হবে
বর্তমান সময়ে একটি প্রাণী বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এ প্রাণীটি পণ্য একটি প্রাণী হঠাৎ এ প্রাণীটি দেখলে আপনি খুব ভয় পেয়ে যাবেন এ প্রাণীটির নাম বন্যপ্রাণী হিসেবে বলা হয়েছে কিছুদিন আগে রাজশাহীর করিমের বাড়িতে এই প্রাণীটি উঠে আসে মূলত এই প্রাণীটি একটি জঙ্গলে বসবাস করত সেই জঙ্গল থেকে খাবার না পেয়ে বাড়িতে উঠে যায়.
বাড়িতে ওঠার পর বাড়িতে বাচ্চারা খেলাধুলা করছিল এই বন্যপ্রাণী থেকে দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় দৌড়ে বাবা-মাকে ডেকে নিয়ে আসে তারপর বন্যপ্রাণীটি কে দেখে তারা ভয়ে কেউ ধরতে চাইনি তারপর তারা বর্ণ অধিদপ্তর এ কল দিয়ে তারা জানান তারপর বন্যপ্রাণী অধিদপ্তর থেকে লোক এসে প্রাণীটিকে উদ্ধার করেন এবং তারা নিয়ে যান বন্যপ্রাণী অধিদপ্তর থেকে জানান এরকম প্রাণী দেখলে সাথে সাথে বন্যপ্রাণী অধিদপ্তরকে জানাবেন.