views
সমাজে আমরা দেখতে পাই অনেক নানা ধরনের মানুষ রয়েছে কেউ বড়লোক কেউ মধ্যবিত্ত তারি মধ্য করে এক মধ্যবিত্ত ফ্যামিলির একটি সন্তান যার নাম রাকিব হাসান তিনি বর্তমান সময়ে ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পেয়েছেন কিন্তু তার পরিবার ছিল মধ্যবিত্ত তার বাবা একজন গামছা বিক্রেতা দৈনন্দিন জীবন তাদের চালিয়ে নিতে খুব কষ্ট হয় এখন ছেলে মেডিকেলে চান্স পাওয়ায় এত খরচ কিভাবে বহন করবেন তা নিয়ে চিন্তিত তার বাবা কিন্তু তাকে কেউ আশ্বাস করার মত মানুষ নেই তিনি জানান আমাকে কেউ একটু আশ্বাস দিলে এবং সহযোগিতা করলে আমি আমার ছেলেকে একদিন ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং আমার ছেলের ইচ্ছা শক্তি রয়েছে যে সে একদিন বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন এবং ভালো কিছু হয়ে উঠবেন তাই আমার একটু চিন্তা-ভাবনা হচ্ছে আমি এই গামছা বিক্রি করে আমি কিভাবে আমার ছেলের মেডিকেলে পড়াশোনা চালিয়ে যাব.