369
views
views
৩ জন মিলে তিন ঘন্টায় যেভাবে খুশি করলেন পপিকে
পপিকে আমরা কম বেশি সবাই চিনি তিনি বাংলা সিনেমায় বেশি একটা কাজ না করলেও অনেক স্রোতে কাজ করে থাকেন এই জনপ্রিয় মুখ যার নাম পপি দীর্ঘ কিছুদিন ধরে মন খারাপ যাচ্ছিলেন পপির কোন কিছুই ভালো লাগছিল না কাজে থাকলে কাজ করতে যাচ্ছিলেন না এতে আস্তে আস্তে নিজেকে ভেঙে ফেলছিলেন বন্ধুবান্ধবদের কল ধরছিলেন না এতে বন্ধুরাও অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন কি হলো পপির কেনই বা এমন করছে।
বন্ধুরা যখন বাসায় আসে তখন এসে দেখে পপি একলা একটি রুমে একা বসে রয়েছে তাই তিনজন মিলে প্লান করেন পপিকে কিভাবে খুশি করানো যায় তারা দীর্ঘ তিন ঘন্টার চেষ্টা করে মজার মজার কথা বলে ফান করে পপিকে খুশি করলেন তাই পপি খুশি হয়ে হাসিমুখে তিন জনের সাথে একটি সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিলেন তিন ঘন্টায় তিনজন মিলে যেভাবে খুশি করলেন পপিকে।