menu
২৪ বছর ইমামতি করে এখনো ৮০০ টাকা করেই বেতন পাই
166
views
২৪ বছর ইমামতি করে এখনো ৮০০ টাকা করেই বেতন পাই

ইমাম সাহেবদেরকে নিয়ে আমাদের যেন কোন মাথা ব্যাথা নেই এছাড়া সবকিছু নিয়ে মাথাব্যথা রয়েছে আমরা সব কিছুর জিনিসপত্র নিয়ে আলোচনা এবং সমালোচনা করি কিন্তু ইমাম সাহেবদের কে নিয়ে কোন কথা বলি না কারণ ইমাম সাহেবরা যে টাকায় চাকরি করেন এবং ইমামতি করেন সেই টাকায় তারা কিভাবে চলেন সে বিষয়টা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা তবে তারা অনেক কষ্ট মধ্য দিয়ে চলেন এবং তাদের জীবন যাপন করেন ইমাম সাহেবদের বেতন খুবই কম হয়ে থাকে কোন কোন মসজিদে চার হাজার থেকে 5000 টাকা হয়ে থাকে আবার কোন কোন বড় মসজিদে আর থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে তবে বর্তমান সময়ে কিভাবে এই টাকা দিয়ে তারা তাদের জীবন যাপন করবে সে বিষয়ে চিন্তিত ইমাম সাহেবরা কারণ বর্তমান সময়ের জিনিসপত্রের যে উর্ধ্বগতি এই বেতন দিয়ে তাদের সংসার চালানো এবং তাদের পরিবার চালানোটা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই এই ইমাম সাহেব জানতে চান এত বছর ইমামতি করে এখনো এখনো বেতন বাড়াতে পারলেন না তবে কিভাবে জীবন যাপন করবেন সে বিষয় নিয়ে চিন্তিত এই ইমাম সাহেব.