237
views
views
রঙিন ফুলকপি চাষ করে আয় ১৪ লাখ টাকা
বর্তমান সময়ে রঙিন ফুলকপি চাষের অনেক আগ্রহ প্রকাশ করছেন চাষীরা কারণ চাষীরা দীর্ঘদিন যাবত ধরে সাদা ফুলকপি চাষ করে আসছেন এই ফুলকপি সবাই খেয়েছেন এবং সবাই জানেন বর্তমান সময়ে কিছু নতুন নতুন কালারের এবং রঙিন ফুলকপি এসেছে বাংলাদেশে যা দেখতে খুব সুন্দর এবং খেতেও খুব ভালো তাই মনির মিয়া দীর্ঘ অনেক বছর যাবত সাদা ফুলকপি চাষ করেছেন বর্তমান সময়ে তিনি কিছু রঙিন ফুলকপির চারা এনে তার খেতে লাগিয়েছেন যখন ফুলকপি তার খেতে ধরলেন তখন তার খেতে চারপাশে মানুষ জমে গেলেন ছবি তোলার জন্য কারণ এরকম রঙিন ফুলকপি কখনোই দেখেননি বর্তমান সময়ে যেহেতু বাজারে নতুন তাই মনির মিয়ার ফুলকপি গুলো চড়া দামে বিক্রি হচ্ছে এবং তিনি আশা করছেন এই বছর ১৪ লাখ টাকা আয় করতে পারবেন এই ফুলকপির চাষ থেকে.