211
views
views
রোজা রেখে কি কি করা যাবে না জেনে নিন
রোজা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজান মাস একটি বছর পরে আসে এবং আমাদের প্রত্যেকের জন্য ফরজ হয়ে যায় ত্রিশটি রোজা আমরা মুসলমান যারা রয়েছি তাদের জন্য রোজা ফরজ এবং 30 টি রোজা রাখাটা আমাদের জন্য ফরজ আমরা যারা মুসলমান রয়েছি আমরা ত্রিশটি রোজা অবশ্যই রাখবো।
রোজা রেখে কি কি করা যাবে না
- প্রথম কথা হচ্ছে আপনি রোজা রেখে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবেন না সেটা যে কোন খানা হোক একেবারেই আপনাকে উপোস থাকতে হবে।
- অবশ্যই আপনি রোজা রেখে কোন রকম গান শুনবেন না যেগুলো শুনলে আপনার রোজা হালকা অথবা ভাঙতেও পারে।
- রোজা রেখে আপনারা কোনরকম ভিডিও দেখবেন না যে ভিডিওগুলোতে মেয়েরা নাচানা করে এবং খারাপ অভিনয় করে সেই ভিডিওগুলো দেখবেন না।