201
views
views
মরিচের চারা ভালো হলে ভালো মরিচ হবে জানালেন হারুন
মরিচের চারা মরিচের ক্ষেত কৃষকদের মধ্যে অন্যতম একটি ফসল বর্তমান সময়ে চাকরির যে অবস্থা চাকরি-বাকরি ছেড়ে দিয়ে মানুষ এখন সবজি করার চেষ্টা করছে তেমন করে দীর্ঘ অনেক বছর যাবত ধারণ মিয়া একটি চাকরি করতেন সেই চাকরিতে যে বেতন পেতেন সে বেতন দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল.
তাই হারুন নিয়ে একটু ভিন্ন চিন্তা ভাবনা করে ভালো এক জাতের মরিচের চারা এনে নিজের পরিত্যক্ত একটি জায়গাতে মরিচ চাষ করেন চারাগুলো ভালো জাতের চারা এনে রোপন করেন সেই মরিচের চারা বর্তমান সময় ভালো ফলন পাওয়ায় অনেকটাই স্বাবলম্বী হারুন মিয়া.