menu

মরিচ চাষ করে লতিফ মিয়ার মাসে আয় ৭০ হাজার টাকা
225
views

মরিচ চাষ করে লতিফ মিয়ার মাসে আয় ৭০ হাজার টাকা

মরিচ চাষ আমাদের পছন্দের একটি চাষাবাদ আমরা যারা কৃষক রয়েছি আমরা বিভিন্ন রকমের ফসলাদি ফসল করতে পছন্দ করি অনেকে রয়েছে মূলা ফুলকপি পাতাকপি বেগুন এর পাশাপাশি মরিচ কারণ দৈনন্দিন জীবনে মরিচ সবার লাগে তাই মরিচ চাষ করাটা অনেকেই পছন্দ করে থাকেন এবং গাছে ভালো ফলন পাওয়া যায় মরিচ চাষ করে এবং মরিচ চাষে এত বেশি একটা পরিশ্রম করতে হয় না মরিচের দানা জমিতে ছিটিয়ে দিলে কিছুদিন পর মরিচের চারা হয়ে যায় তারপর গাছগুলো বড় হতে থাকে তারপর মরিচ ধরা শুরু করে.

লতিফ মিয়া দীর্ঘদিন যাবত প্রবাসে থাকার পর কিছু টাকা ইনকাম করতে পারলেও নিজের জীবনের জন্য ভালো কোন কিছু করতে পারেননি এবং কিছু বছর পর বিদেশ থেকে চলে আসার পর কি করবেন তা ভাবতে ভাবতেই চলে যান আরো ছয়টি মাস তারপর তিনি চিন্তা করলেন বড় কোন ইনভেস্টে না গিয়ে ছোট একটি চাষাবাদ করতে তারপর মরিচের সিজন আসাতেই তিনি মরিচ চাষ করলেন বর্তমান সময়ে তিনি প্রবাসে থেকে যায় ইনকাম করতেন তার থেকেও বেশি ইনকাম করেন লতিফ মিয়া মরিচ চাষ করে.