menu
চায়না থ্রি সুগন্ধি লেবু চাষ করে সফল জাহাঙ্গীর মিয়া
259
views
চায়না থ্রি সুগন্ধি লেবু চাষ করে সফল জাহাঙ্গীর মিয়া

লেবু চাষ অনেকেই করতে চান এবং অনেকেই লেবু চাষ শুরু করে দিয়েছেন কারণ বর্তমান সময় বাজারের যে অবস্থা মানুষ যেভাবে পারছে সেভাবে চাষবাস করে বাজারটাকে দখল করে রেখেছে এখন বাজারে যদি আপনি লেবু কিনতে যান তাহলে অনেক দাম দিয়ে কিনতে হবে তাই জাহাঙ্গীর মিয়া দীর্ঘদিন চাকরি করার পর তার একটি পরিশক্ত জায়গায় লেবু চাষ করা শুরু করে দিলেন বর্তমান সময়ে তার লেবু চাষে অনেকটাই সফলতার মুখ দেখছেন জাহাঙ্গীর মিয়া কারণ তার লেবু চারাগুলি ছিল চায়না লেবু চারা এবং ভিন্ন জাতের সুগন্ধি লেবু ছাড়া যা কিনা বাজারে অনেক ডিমান্ড রয়েছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে তাই তিনি আশা করছেন এবছর তিন থেকে চার লাখ টাকা আয় করতে পারেন এই লেবু চাষ করে.