menu

চাকরি ছেড়ে দিয়ে ভিন্ন জাতের মরিচ চাষ করে স্বাবলম্বী মনির মিয়া
66
views
চাকরি ছেড়ে দিয়ে ভিন্ন জাতের মরিচ চাষ করে স্বাবলম্বী মনির মিয়া

মরিচ চাষ আমরা অনেকেই ছোট মনে করি কিন্তু কোন কাজের ছোট নয় বর্তমান সময়ে চাকরির যে অবস্থা চাকরি পাওয়াটা যেন একটি সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে চাকরি পেতে গেলে অনেক হয়রানি পড়তে হয় এবং অনেক টাকা খরচ করতে হয় টাকা ছাড়া যেন আবার চাকরিও হয় না আবার প্রয়োজন দক্ষতা দক্ষতা অর্জন করলেও যেন মামু খালু ছাড়া যেন চাকরি হয় না কিছু কিছু চাকরি হয় যেটা ভাগ্যের কারণে হয় আর বেশিরভাগ টাকা ছাড়া যেন চাকরি হয় না দক্ষতা দিয়ে কিছু মানুষ চাকরি পেলেও সবাই চাকরি ছাড়াই ঘুরতে হয় বিভিন্ন জায়গায় জায়গায়.

মনির মিয়া পড়াশোনা শেষ করে কি করবেন চিন্তা ভাবনা করছিলেন তিনি সবসময় ভাবতেন কোন কাজ ছোট নয় সব কাজ মন দিয়ে করলে এবং লেগে থাকলে একদিন মূল্য পাবেন সেই চিন্তাভাবনা তার বাবার ছিল তার বাবা তাকে এ কথাগুলো বলে গিয়েছিলেন সব কাজে লেগে থাকতে হয় একদিন না একদিন ফল পাবেন এই চিন্তাধারা নিয়ে তিনি চিন্তা করলেন চাষবাস করবেন পড়ালেখার পরে চাষবাস করাটা একটু আপত্তিকর মনে হল তার কাছে কোন কিছু করার ছিল না কারণ ভালো কোন ব্যবসা করতে গেলে প্রয়োজন টাকা সে টাকাটা তার কাছে ছিল না তাই তিনি কম খরচে বিনা পয়সায় ভিন্ন এক মরিচের চারা এনে তার বাড়ির পাশে একটি জমিতে ছিটিয়ে লাগিয়ে দিলেন এবং ভালো করে যত্ন না নিলেও মরিচের জাত ভালো থাকার কারণে একটি গাছের প্রচুর ভাবে মরিচ ধরতে শুরু হয় যা কিনা গাছ নিজেকে সামলাতে পারছিল না তেমন করে মরিচের চাহিদাও ভালো ছিল এবং দাম ভালো ছিল তাই তিনি বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারছিনা বর্তমান সময়ে এই মরিচ চাষ করে অনেকটাই স্বাবলম্বী মনির মিয়া.