menu
বাংলাদেশে জাপানের লতি শসা চাষ করে স্বাবলম্বী হারুন মিয়া
71
views
বাংলাদেশে জাপানের লতি শসা চাষ করে স্বাবলম্বী হারুন মিয়া

বাংলাদেশে বিশ্বের বিভিন্ন জাতের ফল ফুলের গাছ লাগানো হয় অনেক ফল ফলের গাছ জন্ম হয় আবার অনেকগুলো মরে যায় তবে এবার জাপানের লতি শসা চাষ করে স্বাবলম্বী হলেন রাজশাহীর হারুন মিয়া রাজশাহীতে বিভিন্ন রকম ফলের শীর্ষে থাকলেও এবার সসা চাষে বাজিমাত করেছেন হারুন মিয়া।

হারুন মিয়া জানান এবার ছোট পরিসরে করেছি সামনের বছর চিন্তা রয়েছে বড় বড় পরিসরে করার চিন্তা এছাড়াও শসার চাষ এর পাশাপাশি আরো অন্যান্য চাষাবাদের চিন্তা রয়েছে কারণ মেয়াদ কারণ এক চাষে যতটা ভালো ফলাফল পেয়েছেন আরো অন্যান্য চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন এই সফল চাষী যার নাম হারুন মিয়া।

তিনি জানান আমরা ছোটবেলা থেকেই চাষবাস করে আসছি আমরা আমাদের বাবা এবং দাদাকেও দেখেছি কৃষিকাজ করতে তা থেকেই আমরা শিখেছি এবং নিজেকে এই বাংলাদেশের মাটিতে লেলিয়ে দিয়ে কৃষিকাজ করে মানুষের জন্য আল্লাহর দেওয়া খাদ্য সৃষ্টি তৈরি করে যাচ্ছি তবে বাংলাদেশে নতুন এবং ভিন্নজাত না থাকাই নতুন এবং ভিন্ন জাতের কোন কিছুই করা যায় না বিদেশ থেকে এনে তারপর ভিন্নজাত এবং নতুন কিছু করতে হয় তবে নতুন কিছু আরো নিয়ে আসার চিন্তা রয়েছে জানালেন হারুন মিয়া।