53
views
views
শুটিংয়ে অনেকেই অনেক কিছু দেখতে চায় জানালেন সানিয়া
সানিয়া দীর্ঘদিন যাবত ধরে শুটিং করে আসছেন বিভিন্ন চরিত্রে তবে অভিনয় যেখানে করে থাকেন সেখানে অনেক মানুষের ভিড় থাকেন অনেকে রয়েছে যারা কিনা একটু ভিন্ন দিকে তাকিয়ে থাকে যা কিনা একটু বিব্রত করে তারপরও নিজেকে ঠিক রেখে অভিনয় করে চালিয়ে যেতে হয়.
যখন আমরা শুটিং করি তখন আমরা এদিক ওদিক তাকাতে পারি না কারণ তাহলে আমরা শুটিং করতে পারবো না তাই আমরা আমাদের নিজেদের মন-মানসিকতার দিকে লক্ষ্য রেখে শুটিং চালিয়ে যাই কিন্তু অনেকেই রয়েছে যারা কিনা আমাদের অভিনয়ের অঙ্গভঙ্গির অনেক কিছু দূর থেকে দেখে আনন্দে পেতে চায় তবে আমরা যতটুকু পারি চেষ্টা করি নিজেকে সামলে রাখতে.