148
views
views
পুষ্পা 2 সিনেমা নিয়ে বড় সুখবর দিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুক্রবার (৫ এপ্রিল) তার ২৮তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন তার আসন্ন সিনেমা ‘পুষ্পা ২’র নির্মাতা। প্রকাশ্যে এলো সিনেমায় লুক রাশমিকা মান্দানার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ‘পুষ্পা’-এর অ্যাকাউন্ট থেকে লুকটি প্রকাশ করা হয়
এক্স হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা লিখেন, ‘আমাদের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার জন্মদিন আজ। শুভ জন্মদিন শ্রীভল্লি।’ ছবিতে রাশমিকাকে দেখা গেছে সবুজ রঙের সিল্কের শাড়ির সঙ্গে একাধিক নেকলেস পরিহিত অবস্থায়.