menu
নিজেকে বড় করেছি ভক্তদের ভিন্ন কিছু দিতে জানলেন শাবনূর
210
views
নিজেকে বড় করেছি ভক্তদের ভিন্ন কিছু দিতে জানলেন শাবনূর

শাবনূরকে আমরা কমবেশি সবাই চিনি একসময় শাবনূরের ছবি আমরা কম বেশি সবাই দেখেছি বর্তমান সময়ে শাবনুরের সিনেমা বেশি একটা দেখা যায় না তবে ইতিমধ্যে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শাবনুর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিলেন নতুন ছবি রঙ্গনা এই ছবিটিতে কাজ করার জন্য তবে হঠাৎ করে আবারো চলে গেলেন আমেরিকায় তাহলে কি শাবনূর আর তার নতুন সিনেমায় কাজ করবেন না.

তবে শাবনূর জানান বর্তমান সময়ের ভক্তরা নতুন সিনেমায় কেমন ভাবে চায় কি চায় এরকম নায়িকা চায় এ বিষয়টা ধরতে পেরেছেন তাই নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন শাবনূর এবং নিজেকে আগের তুলনায় অনেকটাই বড় করেছেন বক্তাদেরকে ভিন্ন কিছু দেওয়ার জন্য শাবনূর জানান বর্তমান সময়ে ভক্তরা একটু রোমান্টিক সিনেমা এবং কষ্টের সিনেমা গুলো পছন্দ করে থাকে তাই ওই চিন্তা ধারায় নিজেকে একটু রোমান্টিক ভাবে তৈরি করে রোমান্টিক ছবি তৈরি করার চিন্তাভাবনা করা হয়েছিল তবে শাবনুর জানান শাবনুরের পক্ষ থেকে সকল চেষ্টা দিয়ে ভক্তদের ভালো একটি সিনেমা উপহার দিতে চান জনপ্রিয় অভিনেত্রী শাবনুর.