326
views
views
মমতাজকে আমেরিকায় চাকরি দিতে বের হয়েছেন শাবনুর
মমতাজকে আমরা কম বেশি সবাই চিনি তিনি প্রথম গান দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেছেন তারপর তিনি নির্বাচন করেন নির্বাচনে উত্তীর্ণ হয়ে এমপি পদে বিজয় লাভ করেন তারপর কিছু বছর এমপি পদে থাকার পর আবারও নির্বাচন আসার পর নির্বাচনী অংশগ্রহণ করেছিলেন মমতাজ নির্বাচনে এবার জয় লাভ করতে পারেননি মমতাজ.
তবে এবার গান গাওয়ার সুযোগ পাচ্ছেন না মমতাজ তাই আমেরিকায় চলে গেলেন কিছু কাজের উদ্দেশ্যে তবে আমেরিকায় থাকার কোন জায়গা না থাকার কারণে শাবনুরের বাসায় উঠেন মমতাজ তারপর মমতাজকে ভালোভাবে আপ্যায়ন করে শাবনুরের বাসায় জায়গা দিলেন মমতাজকে তারপর শাবনুরের পার্সোনাল নিজস্ব গাড়ি দিয়ে মমতাজকে ঘুরিয়ে দেখালেন আমেরিকা কোন কোন জায়গায় জানা যায় মমতাজকে আমেরিকায় চাকরি দিতে গাড়ি নিয়ে বের হয়েছেন শাবনুর.