menu
ঈদের দিনে পূর্ণিমার সেলফিতে নায়িকা মৌসুমী
1
2
243
views
ঈদের দিনে পূর্ণিমার সেলফিতে নায়িকা মৌসুমী

ঈদ মোবারক জানিয়ে শুরু করেছেন পূর্ণিমা এবং নায়িকা মৌসুমী পূর্ণিমা এবং মৌসুমিকে আমরা কম বেশি সবাই চিনি বর্তমান সময়ে তাদের এত একটা পরিচিতি না থাকলেও এক সময়কার বাংলা সিনেমায় রাজত্ব করেছিলেন এই দুই নায়িকা যার নাম পূর্ণিমা এবং মৌসুমী একসময় বাংলা ছবির নায়িকার কথা আসলে যেন এই দুই নায়িকার নামটি সবার আগে চলে আসতো যাদের নাম পূর্ণিমা এবং মৌসুমী.

তবে পূর্ণিমা জানান জানান মৌসুমীর সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে পূর্ণিমার তারা অনেক আগে থেকেই বান্ধবীর মতো চলাফেরা করে থাকেন তবে এবার মৌসুমির বাড়িতে ঈদে দাওয়াত দিলেন পূর্ণিমাকে তাই পূর্ণিমা বান্ধবীর আবদার মেটাতে চলে গেলেন মৌসুমীর বাসায় বাসায় যাওয়ার পর সেলফিতে বন্দী হলেন মৌসুমী পূর্ণিমা জানান আমি যতদিন আছি আজকের আমাদের এই দুজনের সেলফি আমার কাছে ততদিনই থাকবে কারণ বন্ধু বান্ধবীকে বলার মত নয় তারা সব সময় পাশে ছিল পাশে থাকবে.