menu
দুই স্বামীর সাথে করা ভিডিও নিয়ে চিন্তিত মাহিয়া মাহি
0
477
views
দুই স্বামীর সাথে করা ভিডিও নিয়ে চিন্তিত মাহিয়া মাহি

মাহিয়া মাহি কে আমরা কম বেশি সবাই চিনি তিনি কিছুদিন পরপর কিছু না কিছু নিয়ে আলোচনা এবং সমালোচনায় থাকেন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেও তার সংসার নিয়ে অনেক ঝামেলা হয়েছে এখন বর্তমান সময়ে মাহিয়া মাহি তার সংসার থেকে একটু দূরে রয়েছেন তবে মাহিয়া মাহির সন্তানকে মাহিয়া মাহি আনতে পারেননি তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের কাছেই রয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকিয়ে দেখতে পাই রাকিব সরকার তার সন্তানকে খুব যত্নে এবং হাসিখুশিতে লালন পালন করছে.

তবে আমরা জানি মাহিয়া মাহির আগেও একটি বিয়ে হয়েছে সেই সংসারটিও টিকিনি কেন সংসার টিকিনি তা মাহিয়া মাহি ভালোভাবে বিস্তারিত সোশ্যাল মিডিয়াতে না জানালেও মানুষের যেন জানার বাকি নেই তবে প্রথম সংসার না দেখার কারণে দীর্ঘ অনেকদিন যাবত একাই থাকেন তারপর নিজের ভালো না লাগার সাইট থেকে তিনি চিন্তা করলেন প্রেম করবেন তারপর প্রেম করা শুরু করেন রাকিব সরকারের সাথে তারপর দুজনের পছন্দের তালিকায় এক হওয়ার পর তারা বিবাহ জীবনে আবদ্ধ হন তবে বিবাহ জীবনের কিছু বছর পর তাদের ঘরে একটি সন্তান জন্ম নিলেন সন্তান জন্ম নেওয়ার কয়েক মাস পর থেকেই ঘটে তাদের সংসারে ঝামেলা তারপর আর এই ঝামেলা তারা মিটমাট করতে পারেননি এই ঝামেলা তাদের সংসারীকে দুই টুকরো করে ফেলেছে বর্তমান সময়ে মাহিয়া মাহি যে দুই স্বামীর সাথে সংসার করেছে তারা গোপনে কোন ভিডিও করে রেখে দিয়েছে কিনা তা নিয়ে চিন্তিত মাহিয়া মাহি.

Video