menu
ডিপজলকে খুশি করতে সময় লেগেছে ১:৪৩ সেকেন্ড জানালেন মিথিলা
1
2
1,146
views
ডিপজলকে খুশি করতে সময় লেগেছে ১:৪৩ সেকেন্ড জানালেন মিথিলা

ডিপজল এই নামটি শুনলেই যেন একটি ভয়ংকর অভিনয় চোখের সামনে চলে আসে ডিপজলকে আমরা কম বেশি সবাই চিনি কারন ডিপজল সবসময় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তাই আমরা ডিপজলকে সবসময় ভয়ঙ্কর রূপে দেখতে পাই এবং বিভিন্ন ডায়লগ দিতে দেখতে পায় ডিপজলের কিছু ডায়লগ এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল রয়েছে যেমন পাট খেতে যাই এই ডায়ালগ টা দিয়ে অনেকেই শর্ট ভিডিও তৈরি করে ভাইরাল হচ্ছে তবে এবার ডিপজল মিলনের পাঠ ছেড়ে নায়কের পাট করতে শুরু করেছে।

তবে ডিপজল একটু চুপচাপের মানুষ এত হাঙ্গামা পছন্দ করেন না তাই শুটিং স্পটে মন খারাপ করে বসে ছিলেন ডিপজল তেমন সময় মিথিলা খেয়াল করে ডিপজলের মন খারাপ তাই ছুটে চলে গেলেন ডিপজলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মন খারাপ করার কারণ কি ডিপজল কোন কিছু না বলাই মিথিলার অঙ্গভঙ্গি দেখিয়ে হাসাতে চেষ্টা করে বিভিন্ন উপায়ে নানা রকম ভাবে প্রায় এক মিনিট ৪৩ সেকেন্ডে ডিপজলকে খুশি করেন এই ডিপজলের সাতের অভিনেত্রী মিথিলা এতে ডিপজল অনেকটাই খুশি হয়েছেন এবং মন দিয়ে কাজ শুরু করে দিয়েছেন আর মিথিলা জানান ডিপজলের এই লোকে অনেক ফানি মনে হচ্ছে তবে ডিপজল জানান যে লোক ধরি না কেন সবকিছুই কাল্পনিক যা বাস্তবে সাথে কোন মিল নেই।

Video