230
views
views
ছেলের জন্য তাজমহল বানাতে চান অভিনেত্রী বুবলি
বুবলিকে আমরা কমবেশি সবাই চিনি কারণ তিনি বাংলা ছায়াছবির খুব জনপ্রিয় একজন নায়িকা ছিলেন তবে বর্তমান সময়ে তাকে বাংলা ছায়াছবিতে বেশি একটা দেখা যায় না কারণ যেহেতু এখন বুবলি চৌধুরী শাকিব খানের স্ত্রী হিসেবে রয়েছে শাকিব খান কখনোই তার স্ত্রীকে নায়িকা হিসেবে নেবেন না তাই বুবলি চৌধুরীকে আর বাংলা চলচ্চিত্রে দেখা যায় না তবে শাকিব খান এবং বুবলি চৌধুরীর সংসারে একটি পুত্র সন্তান রয়েছে এই বুবলির পুত্র সন্তানকে নিয়ে তাজমহলের সামনে গিয়ে একটি ছবি তোলেন এবং ছবির ক্যাপশনে দেন ছেলের জন্য তাজমহল বানাতে চান বুবলি চৌধুরী.