165
views
views
বয়স না বাড়ার কি ওষুধ খান জয়া হাসান
জয়া হাসানকে আমরা কম বেশি সবাই চিনি তিনি বাংলাদেশী একজন বাসিন্দা তবে তিনি এখন বাংলাদেশ ছেড়ে কলকাতায় বাড়ি কিনে ওইখানে বসবাস শুরু করে দিয়েছেন কাজের ক্ষেত্রে তিনি বাংলাদেশের মাঝেমধ্যে আসবেন এবং তিনি তার চলচ্চিত্র এবং শুটিংয়ের জন্য কলকাতাতেই থাকবেন তবে হাসানকে আমরা তার সিনেমার থেকেও বেশি আলোচনা এবং সমালোচনা করি তার বয়স নিয়ে তার বয়স যেন বাড়তে চায় না তেমনটাই জানা যায় এবং দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তবে এবার অনেকেই হাসানের কাছে প্রশ্ন করছেন কি তার বয়স ধরার জন্য কোন রকম কোন ওষুধ খান কিনা তবে জয়া হাসান জানান আল্লাহ তাকে যা দিয়েছে এবং যেভাবে রেখেছে সেভাবেই তিনি রয়েছে বয়সটাও সেম ভাবে রয়েছে এ বয়স বাড়ানো এবং কমানোর জন্য কোন রকম কোন কিছু আমি খাই না আপনারা যা দেখতে পাচ্ছেন তা সম্পূর্ণ natural যেটা কিনা আল্লাহ আমাকে দান করেছেন.