menu
বাংলাদেশের সুখ না পাওয়ায় কলকাতায় বাড়ি কিনলেন পরীমনি
214
views
বাংলাদেশের সুখ না পাওয়ায় কলকাতায় বাড়ি কিনলেন পরীমনি

পরীমনিকে আমরা কম বেশি সবাই চিনি বাংলা ছবির কথা আসলে যেন পরিমনির নামটি সবার আগে চলে আসে তবে এবার ঢাকার জয়া আহসান এখন টলিউডে স্থায়ী হয়েছেন কাজের সূত্রে। আর বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, যদিও এখন তিনি থাকছেন ঢাকাতেই। এবার প্রথম সিনেমার শুট শুরু করেই কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরী মণি। 

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পরীর কাছে জানতে চায়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কিনা?

পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!