menu
অপু বিশ্বাসের মত মেয়েকে নিয়ে কথা বলতে চাই না জানালেন বুবলি
219
views
অপু বিশ্বাসের মত মেয়েকে নিয়ে কথা বলতে চাই না জানালেন বুবলি

অপু বিশ্বাস এবং বুবলি চৌধুরী বাংলাদেশের খুব জনপ্রিয় দুই নায়িকা বাংলা ছবির কথা আসলে যেন অপু বিশ্বাস এবং বুবলি চৌধুরীর নামটি সবার আগে চলে আসতে হবে তবে বর্তমান সময়ে তাদেরকে আর বাংলা সিনেমায় দেখা যায় না কারণ বাংলা সিনেমায় যে নাম্বার ওয়ান হিসেবে নায়ক রয়েছে সে এখন এই দুই নায়িকার স্বামী হিসেবে রয়েছে তাই তাদেরকে আর বাংলা সিনেমায় দেখা যায় না কারণ স্বামী তার স্ত্রীকে কখনোই তার বাংলা সিনেমায় বেশি একটা দেখতে চাইবে না তাই তাদেরকে আর বাংলা সিনেমায় দেখতে পাওয়া যায় না.

সাঁতারের পোশাক পরে

তবে অপু বিশ্বাস এবং বুবলি চৌধুরী সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা এবং সমালোচনা করে থাকেন এবং অপরকে বর্তমান সময়ে বুবলি চৌধুরী অপু বিশ্বাসের উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন তবে আমরা যতটুকু জানি অপু বিশ্বাসকে সবার আগে বিয়ে করেছেন শাকিব খান দ্বিতীয়বার বিয়ে করেছেন বুবলি চৌধুরীকে তাই অপু বিশ্বাস কেই বেশিরভাগ একটু গুরুত্ব সহকারে দেখেন শাকিব খান তেমনটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে যান  অপু বিশ্বাসের সাথে শাকিব খান তবে বুবলি চৌধুরীর সাথেও দেখা যায়.

অপু বিশ্বাস এবং বুবলি চৌধুরীকে একসাথে কখনোই দেখা যায় না কারণ একে অপরকে ভালোভাবে নিতে পারেন না তাই তাদেরকে একসাথে কাজ করতে দেখা যায় না তবে ইতিমধ্যে বুবলি চৌধুরীর একটি কথা সোশ্যাল মিডিয়াতে তোমার ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে অপু বিশ্বাসের মত মেয়েকে নিয়ে কথা বলতে চান না বাংলাদেশের কিং খান শাকিব খানের দ্বিতীয় স্ত্রী যার নাম বুবলী চৌধুরী.