menu
আর কি করলে শাকিব খানের নায়িকা হতে পারব জানতে চান জয়া হাসান
0
1
5,256
views
আর কি করলে শাকিব খানের নায়িকা হতে পারব জানতে চান জয়া হাসান

জয়া আহসান কি আমরা কমবেশি সবাই চিনি কারণ তার অভিনয় থেকেও বেশি আমরা তার বয়সের কারণে বেশিরভাগ জেনে থাকি কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলাবলি করে থাকেন ছোটবেলা জয়া আহসানকে যেমন দেখেছি এখনো জয় হাসান তেমনি রয়েছে কিন্তু আমরা বড় হয়ে গিয়েছি মূলত জয়া হাসান তার বয়স নিয়ে অনেকটাই আলোচনা এবং সমালোচনায় চলে আসেন কিছুদিন পরপর অনেকেই বলাবলি করেন জয়া আহসান কি ওষুধ খান এই বয়সের জন্য কিভাবে এই বয়স ধরে রাখেন জনপ্রিয় অভিনেত্রী যার নাম জয়া হাসান.

তবে জয়া আহসানের বয়স মোটামুটি বেশি হলেও নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত এক্সারসাইজ করে যাচ্ছেন এবং জিম করে যাচ্ছেন কারণ এখনো তার শাকিব খানের নায়িকা হওয়া বাকি রয়েছে তাই নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত নিজের প্রতি খেয়াল রাখছেন এবং শাকিব খানের নায়িকা হওয়ার জন্য যা যা করার তা করে যাচ্ছেন জয় হাসান জানান জীবনে অনেক অভিনয় করেছি বর্তমানে শাকিব খানের নতুন ছবির নায়িকা হতে চাই তবে শাকিব খান বাংলা নায়িকাদেরকে তার ছবিতে না নেওয়ায় চিন্তিত এই বাংলার জনপ্রিয় অভিনেত্রী যার নাম জয়া আহসান.