50
views
views

নাচতে গিয়ে কাপড় সরে যাওয়ায় স্টেজ থেকে চলে গেলেন মডেল
বর্তমান সময়ে ইস্টেজ পারফরমেন্স যত চমৎকার হবে মডেলদের তত ডিমান্ড বাড়বে তেমন করেই স্টেজে পারফরমেন্স করেন নতুন নতুন মডেলরা তবে কিছুদিন আগে একটি স্টেজ পারফরমে একটি নতুন মডেল যখন স্টেজে পারফর্ম করতে যান তখন একটি গানের চিনে নায়কের পায়ে নায়িকার জামা পাড়া পড়ে সরে গিয়ে ভিন্ন কিছু ক্যামেরায় বন্দী হওয়ার কারণে নায়িকা লজ্জায় থেকে চলে যান এই নতুন মডেল তবে নায়ক জানান এ বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে আমার অভিনয় কালীন পায়ে পাড়া পড়ে বিষয়টি ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী.