menu
শাকিব খান প্রস্তাবে রাজি হচ্ছে না জানালেন অভিনেত্রী দিঘী
3
3,103
views
শাকিব খান প্রস্তাবে রাজি হচ্ছে না জানালেন অভিনেত্রী দিঘী

দিঘী কে আমরা কম বেশি সবাই চিনি তিনি বাংলাদেশে একজন বাসিন্দা তার পরিচিতি লাভ হয়েছে একটি সিনেমা দিয়ে তার যখন বয়স সাত বছর ছিল তখন থেকেই তিনি সিনেমা জগতে চলে আসেন আর এই সাত বছরের একটি বাচ্চা যে অভিনয় দেখিয়েছে ভক্তদের আজকে ২০ বছর পরেও এই অভিনয়ের কথা মনে রেখেছে দিঘির অভিনয় জগত শুরু হন তার একটি বাংলা সিনেমা দিয়ে যার নাম চাচ্চু সিনেমা এই সিনেমাটা দিয়েই তিনি দর্শকের মন কেড়ে নিয়েছে এই ছোট্ট দিঘী.

তবে এই ছোট্ট দিঘী আর ছোট নয় এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে বিভিন্ন সিনেমায় অভিনয় করছে এবং বিভিন্ন শোতে অভিনয় করে দর্শকদের আরও মন জয় করে নেয়ার চেষ্টা করছে তবে এবার দিঘির একটি ছবি সোশ্যাল মিডিয়াতে তোমার ভাইরাল হয়েছে যেখানে দিঘির একটি ছবি আপলোড দিয়ে স্ট্যাটাস দেন দিঘীর প্রস্তাবে রাজি হচ্ছেন না শাকিব খান যতটুকু জানা যায় শাকিব খান যেহেতু নতুন ছবির জন্য নতুন নতুন নায়িকা নিয়ে থাকে তাই দিকে কে শাকিব খানের নতুন ছবির নায়িকা বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন তবে শাকিব খানের নতুন ছবিতে দীঘিকে নায়িকা হিসেবে নিবেন কিনা তা নিয়ে চিন্তিত এই ছোট পর্দার অভিনেত্রী দিঘী.