views
নিপুন এবং ডিপজলকে আমরা কম বেশি সবাই চিনি কারণ নিপুন চৌধুরী এবং ডিপজল বাংলাদেশের খুব জনপ্রিয় ব্যক্তি এবং অভিনয়ের দিক দিয়ে ডিপজল নিপুনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কারণ ডিপজল ভিলেন হিসেবে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কারণ বাংলা সিনেমায় ডিপজলকে ভিলেন হিসাবে না থাকলে বাংলা ছবি যেন সব ফুটে ওঠে না এবং বাংলা সিনেমার জন্য ডিপজলকেই ভিলেন হিসাবে মানায় তাই বেশিরভাগ বাংলা সিনেমায় ডিপজলকেই ভিলেন হিসেবে দেখা যায়.
নিপুন চৌধুরী বাংলা সিনেমায় বেশ একটা অভিনয় না করলেও তিনি এখন এফডিসিতে সভাপতি হওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন করার মাধ্যমে নিপন চৌধুরী বিজয় লাভ করতে পারেননি বিজয় লাভ করেছেন মিশা সওদাগর এবং ডিপজল তবে ডিপজল নিপুন কে দেখে জানান বিপদের সাথে কাজ করতে চান কারণ কাউকে পর করতে চান না ডিপজল সবার সাথে মিলেমিশে কাজ করতে চান বাংলার জনপ্রিয় ভিলেন যার নাম ডিপজল.