260
views
views
নিপুন আগের থেকে সুন্দর হয়ে গিয়েছে জানালেন জায়েদ খান
নিপুন এবং জায়েদ খানকে আমরা কমবেশি সবাই চিনি এ দুইজন কিছুদিন পরপর কিছু না কিছু নিয়ে আলোচনা এবং সমালোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায় তবে আবারো জায়েদ খান এবং নিপুন চৌধুরী নতুনভাবে আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে জায়েদ খান এবং নিপুন চৌধুরীর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে যেখানে ক্যাপশন দেওয়া রয়েছে নিপুন চৌধুরী আগের থেকে সুন্দর হয়ে গিয়েছে জানালেন জায়েদ খান.
তবে জায়েদ খান জানান নিপুনের সাথে আমার ঝগড়া রয়েছে ঠিকই কিন্তু আমি নিপুন চৌধুরীর সাথে মন থেকে ঝগড়া করিনি আমি খুব সাদা এবং সুন্দর মনের মানুষ সবার সাথে একটু হাসি ঠাট্টা করে সবাইকে হাসাতে চাই তবে নিপুন আগেও সুন্দর ছিল এখনো সুন্দর রয়েছে ভবিষ্যতেও সুন্দর থাকবে আমার খুব কাছের ভালো একজন বন্ধু তাকে আমি উপর দিয়ে যত কিছুই বলি না কেন মন থেকে তাকে আমি খুবই পছন্দ করি.