menu
চায়না থেকে মেয়ে এনে নতুন ছবির নায়িকা বানাবেন শাকিব খান
চায়না থেকে মেয়ে এনে নতুন ছবির নায়িকা বানাবেন শাকিব খান

শাকিব খান যাকে আমরা এক নামে চিনি বাংলা ছবির নায়ক হিসাবে তবে এবার শাকিব খান একের পর এক আমাদেরকে নতুন বাংলা ছবি উপহার দিয়ে যাচ্ছে কিছুদিন আগেও শাকিব খান একটি নতুন ছবি উপহার দিয়ে গিয়েছে বাংলার এই মানুষদের জন্য যে ছবির নাম রাজকুমার ছবিটি অনেকেই দেখেছে অনেকেই ছবিটিকে ভালো বলছে আবার অনেকেই বলছে ছবিটি প্রথম দিক দিয়ে ভালো হলেও শেষ পর্যায়ে ছবিটি কাহিনীর দিক দিয়ে ভালোভাবে ফুটে উঠাতে পারেননি তাই অনেকেই রাজকুমার ছবিটি দেখে হতাশ হয়েছেন.

তবে শাকিব খান আশ্বাস ভাঙতে চান না একের পর এক নতুন ছবি উপহার দিয়ে যাবেন দর্শকদের মাঝে কারণ দর্শক পুরাতন ছবি দেখতে দেখতে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই নতুন কিছু সব সময় তাই এবার চিন্তা-ভাবনা করছি আমেরিকা থেকে নয় এবার চায়না থেকে মেয়ে এনে নায়িকা বানিয়ে শাকিব খানের নায়িকা হিসেবে তৈরি করে বাংলা ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করাবো চায়নার মেয়েরা অনেক দক্ষ হয়ে থাকে আশা করি বাংলা ছবি এবং শাকিব খানের সাথে খুব ভালোভাবেই মানিয়ে বাংলা ছবিকে ফুটিয়ে উঠাতে পারবে বাংলার মানুষের কাছে এবং আশা করি বাংলার মানুষ আমার দেওয়া নতুন নতুন ছবি এবং নতুন কিছু ভালো লাগছে ভক্তদেরকে এভাবেই নতুন কিছু সব সময় দিয়ে যেতে চাই জানালেন বাংলার কিং খান শাকিব খান.