menu
বুবলির বয়স অনেক কম ছিল জানালেন শাকিব খান
0
3,657
views
বুবলির বয়স অনেক কম ছিল জানালেন শাকিব খান

বুবলিকে আমরা কমবেশি সবাই চিনি তার থেকেও বেশি জিনিস শাকিব খানের স্ত্রী হিসাবে একসময় শাকিব খানের নায়িকা ছিলেন বুবলি চৌধুরী তবে এবার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি হয়েছে কারণ শাকিব খান একটি নয় দুটি বিয়ে করেছেন প্রথম বিয়ে করেছেন অপু বিশ্বাসকে এবং দ্বিতীয় বিয়ে করেছেন বুবলি চৌধুরীকে মূলত শাকিব খান দুইটি বিয়ে করেছেন তার মধ্যে দুইটি গোপনে বিয়ে করেছেন হঠাৎ করে এই দুই নায়িকা যখন শাকিব খানের বউ হিসেবে সোশ্যাল মিডিয়াতে জানাজানি হয় তারপর থেকেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা.

তবে শাকিব খান জানান আমি যখন বিয়ে করেছি বুবলির বয়স অনেক কম ছিল তার কারণে আমি সবাইকে জানাতে পারিনি কারণ অনেকেই বলাবলি করবে যে এত কম বয়সে কিভাবে বুবলি চৌধুরীকে বিয়ে করলেন শাকিব খান তাই আমি সবাইকে আমার বিয়ের খবরটি জানাতে পারিনি কারন আমরা হচ্ছে অ্যাক্টর আমাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে যা কিনা আমাদের সহ্য করতে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয় তাই চেয়েছিলাম একটু স্বাভাবিক হলে আমার স্ত্রীদেরকে সবার সামনে সম্মুখীন করাতে তা আর হলো না তার আগেই সবকিছু ফাঁস হয়ে গেল.