menu
বুবলিকেই আমার বেশি ভালো লাগে জানালেন শাকিব খান
1
369
views
বুবলিকেই আমার বেশি ভালো লাগে জানালেন শাকিব খান

বুবলি এবং শাকিব খানকে আমরা কম বেশি সবাই চিনি বুবলির পরিচিতি হয়েছে শাকিব খানের হাত ধরে শাকিব খানের নায়িকা হিসেবে বুবলি চৌধুরীকে বেশিরভাগ দেখা যেত তবে এখনকার সময়ে বুবলি চৌধুরীকে শাকিব খানের নতুন ছবিতে আর দেখা যায় না কারণ শাকিব খান এখন বুবলি চৌধুরীকে বিয়ে করে নিয়েছে কিছুদিন আগেও আমাদের কাছে শাকিব খানের বিয়েটা খোলাসা ছিল না তবে এখন এই শাকিব খানের দ্বিতীয় নম্বর বিয়েটাও খোলা সহ হয়ে গিয়েছেন শাকিব খান তার দুইটি বিয়ে গোপনে করেছেন তবে একটি বিয়েও গোপন রাখতে পারেননি সোশ্যাল মিডিয়াতে তার দুইটি বিয়ের খবর ভাইরাল হয়ে যায়.

তবে এবার শাকিব খান এবং বুবলি চৌধুরীর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয় যেখানে শাকিব খান বুবলি চৌধুরীকে শক্তভাবে ভালোবাসার জোরে ধরে রেখেছে বুবলি জানান আমার জীবনের সবথেকে সুখ মনে হয় সেদিনই পেয়েছি কারণ শাকিব খানকে আমি খুব ভালোবাসি আর শাকিব খান আমাকেও মনে মনে খুব ভালোবাসেন তবে শেষমেষ জানাজায় শাকিব খান বুবলি চৌধুরীকেই সবথেকে বেশি ভালোবাসে তবে এর পাশাপাশি আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি অপু বিশ্বাসকে নিয়েও আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন শাকিব খান তবে এতে বুঝা যায় গুগলি চৌধুরীকে যতটা ভালবাসেন অপু বিশ্বাসকেও ততটাই ভালোবাসেন শাকিব খান.