menu
৩ নাম্বার রাজকুমারী বানিয়ে আমেরিকায় থাকতে চাই
1
2,306
views
৩ নাম্বার রাজকুমারী বানিয়ে আমেরিকায় থাকতে চাই

শাকিব খান নামটি শুনলেই যেন বাংলা ছবির কথা সবার আগে চলে আসে কারণ বর্তমান সময়ে বাংলা ছবিতে শাকিব খান ছাড়া যেন আর কোন নায়ক নাই বাংলা ছবিতে যেন শুধুমাত্র শাকিব খান একাই রাজত্ব করে চলেছে তবে বাংলা ছবিতে নতুন কোন নায়ক দেখা যাবে কিনা তা এখনো জানা যায়নি তবে কিছুদিন আগে শাকিব খানের নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে যার নাম রাজকুমার ছবিটি দর্শকের কাছে প্রথম দিক দিয়ে ভালো লাগলেও নাকি শেষ দিক দিয়ে ভালো করে জমাতে পারেননি শাকিব খানের নতুন ছবি যার নাম রাজকুমার।

তবে শাকিব খানের নতুন সিনেমা রাজকুমারের যে নায়িকা অভিনয় করেছে সে নায়িকা আমেরিকান একজন নাগরিক শাকিব খান তার নতুন ছবিতে অভিনয় করার জন্য আমেরিকা থেকে নায়িকা এনে শাকিব খানের নতুন ছবি রাজকুমারের অভিনয় করিয়েছে অনেকেই শাকিব খানকে যে শাকিব খান কে আমেরিকা থেকে বা বিভিন্ন দেশ থেকে নায়িকা এনে বাংলা সিনেমা করাতে হবে এ নিয়ে বাংলার অনেক নায়িকাদের ক্ষুদ্র রয়েছে শাকিব খানের উপর তবে এবার শাকিব খানের নায়িকা যাকে আমেরিকা থেকে এনেছেন তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে তোমার ভাইরাল হয় যেখানে স্ট্যাটাস দেওয়া হয় শাকিব খানের তিন নাম্বার রাজকুমারী বানাতে চান এই আমেরিকান নায়িকা কে।