menu
২ টি বিয়ে করেও একা থাকতে হয় জানালেন শাকিব খান
0
201
views
২ টি বিয়ে করেও একা থাকতে হয় জানালেন শাকিব খান

শাকিব খানকে আমরা কম বেশি সবাই চিনি কারণ শাকিব খান হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার নায়ক যার নাম শাকিব খান বাংলা ছবির কথা আসলে যেন শাকিব খানের নামটি সবার আগে চলে আসে কিছুদিন আগে শাকিব খান আমাদেরকে নতুন একটি ছবি উপহার দিয়েছেন তবে এবার আরো কিছু নতুন ছবিতে কাজ করছেন শাকিব খান।

তবে শাকিব খান নতুন নতুন ছবিতে কাজ করলেও তার সাংসারিক জীবন নিয়ে যেন হতাশ থামছেই না বর্তমান সময়ের শাকিব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে যেখানে ক্যাপশন দেওয়া রয়েছে দুইটি বিয়ে করেও একা থাকতে হচ্ছে শাকিব খানকে তাই মন খারাপ করে বেশিরভাগ সময় বসে থাকেন এবং দুই সন্তানদের ছবি দেখে দেখে সময় কাটান বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান।