17
views
views
সালমান খান এ বয়সে এমন প্রস্তাব দিবে ভাবতে পারিনি কাজল
সালমান খান ইন্ডিয়ার মধ্যে জনপ্রিয় একজন অ্যাকশন নায়ক সালমান খান শাহরুখ খান এ সিরিয়ালের নায়কগুলোকে কম বেশি সবাই চিনে থাকেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যেমনটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের তাগিদে সালমান খান এবং শাহরুখ খানের ছবি বাংলাদেশের প্রচুর পরিমাণে দেখা হয় এবং ইন্ডিয়ার মধ্যে বেস্ট প্রথম তালিকার নায়ক হিসাবে রয়েছেন শাহরুখ খান এবং সালমান খান তবে এবার ঘুরতে চলেছে বিভিন্ন ঘটনা দীর্ঘ অনেক বছর হয়ে গেল এখনো সালমান খান বিয়ে করেননি তবে সালমান খানের পছন্দের তালিকায় রয়েছিলেন কাজল কিন্তু অভিনেত্রী কাজলের বিয়ে হয়ে গিয়েছে অনেক বছর আগে তার একটি সন্তান রয়েছে যার বয়স ১২ বছরের উপরে তবে এবার সালমান খান কাজলকে বিয়ের প্রস্তাব দেওয়াই একটু বিরক্ত কর ফিল করেছেন কাজল কারণ এমনটা কখনোই আশা করেননি সালমান খানের কাছ থেকে অভিনেত্রী কাজল.